কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক সেবা, পণ্য ও অন্যান্য কার্যক্রমের তথ্য সমাজের বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠীর নিকট পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা কার্যক্রম গ্রহণ করেছে। সহজবোধ্য ভাষায় জনগণের মাঝে ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কিত আর্থিক বিষয়াদির ধারণা প্রদান করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং এসব পণ্য বা সেবা ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সাধারণ মানুষকে সঞ্চয়, ব্যয়, ঋণ, বিনিয়োগ, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা ইত্যাদির সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক নানামূখী কার্যক্রম পরিচালনা করেছে। এ সকল কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন স্তরের জনগোষ্ঠীকে ধাপে ধাপে বিশেষ প্রাধান্য দিয়ে আর্থিক সাক্ষরতার আওতায় নিয়ে আসা হবে। একই সাথে গ্রাহকদের জন্য আর্থিক সেবা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংক সর্বদাই সচেষ্ট। এ কার্যক্রমের অপর একটি উদ্দেশ্য হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠী যারা ব্যাংকিং সেবা গ্রহণ করছে না তাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করা। ব্যক্তি পর্যায়ে সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং উপযুক্ত সেবা চিহ্নিত করার জন্য প্রয়োজন পর্যাপ্ত তথ্য। গ্রাহকদের এই তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে আশা করা যায়।
প্রথম স্তর | দ্বিতীয় স্তর | তৃতীয় স্তর |
কৃষক ও নিম্ন আয়ের পেশাজীবী/প্রান্তিক জনগোষ্ঠী | যুব সম্প্রদায় | শিক্ষক |
শিক্ষার্থী | এসএমই উদ্যোক্তা | সমবায় সমিতি |
কটেজ ও অতিক্ষুদ্র উদ্যোক্তা/ব্যবসায়ী | ওয়েজ আর্নার্স সম্প্রদায়, বেতনভোগী কর্মজীবী | ব্যবসায়ী সংগঠনসমূহ |
নারী উদ্যোক্তা | ই-কমার্স, এফ-কমার্স ভিত্তিক উদ্যোক্তা | বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্দিষ্টকৃত জনগোষ্ঠী |
প্রবাসী কর্মজীবী |
গভর্নর
বাংলাদেশ ব্যাংক
ক) সঞ্চয়, ঋণ গ্রহণ ও আর্থিক পরিকল্পনা।
খ) আর্থিক পণ্য এবং আর্থিক সেবায় অভিগম্যতা।
গ) এন্ট্রাপ্রিনিউরশিপ।
ঘ) আর্থিক ব্যবস্থা ও এর অংশগ্রহণকারীরা।
ঙ) লেনদেন ব্যবস্থা ও ডিজিটাল রূপান্তর।
চ) অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা ও ভোক্তার সুরক্ষা।