Financial Inclusion Department

Site Map |

বাংলাদেশ ব্যাংক

 

বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের সর্বোচ্চ পর্যায়ের একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (পি.ও নং ১২৭, ১৯৭২) এর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে মতিঝিল, ঢাকা এর প্রধান কার্যালয় ও মতিঝিল, সদরঘাটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে এর ১০টি শাখা অফিস রয়েছে। দেশের মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংক এর অন্যতম দায়িত্ব। এছাড়া, দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও সনদপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করা, দেশের বৈদেশিক মুদ্রার রির্জাভ সংরক্ষণ করা, নোট ইস্যু করা ইত্যাদিসহ কতিপয় গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ ব্যাংক পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক কার্যতঃ ব্যাংকসমূহের ব্যাংক। এটি সরকারের ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আরও জানতে ভিজিট করুন  https://www.bb.org.bd