Financial Inclusion Department

Site Map |

এজেন্ট ব্যাংকিং এ লেনদেন সীমা

 - এজেন্ট ব্যাংকিং এ একজন গ্রাহক দৈনিক কতটি এবং কত টাকার লেনদেন করতে পারবেন তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে।

-  বাংলাদেশ ব্যাংক প্রদত্ত এ লেনদেন সীমা নিম্নরূপঃ

  

তবে, কোন হিসাবধারী তার লেনদেনের সংখ্যা বা লেনদেনের মোট পরিমাণ বৃদ্ধি করতে চাইলে উপযুক্ত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ তার আবেদনের উপর বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

teansaction limit