ডেবিট/ক্রেডিট কার্ড গ্রহণের পূর্বে অবশ্যই এগুলোর চার্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। নিজের আর্থিক সক্ষমতা বুঝে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে কেননা সময়মতো কার্ডের বিল পরিশোধ করতে ব্যর্থ হলে অতিরিক্ত সুদ পরিশোধ করার প্রয়োজন হতে পারে। এছাড়া ডেবিট/ক্রেডিট কার্ড এর গোপন তথ্যাদি যেমন- PIN কারও সাথে শেয়ার করা বা কোথাও লিখে রাখা থেকে বিরত থাকতে হবে এবং এগুলো মুখস্ত রাখতে হবে। কোন কারণে কার্ড হারিয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ডটি বন্ধ করার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পাশাপাশি থানায় জিডি করতে হবে।
ডেবিট কার্ড এক ধরনের পেমেন্ট কার্ড, যা গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয় এবং গ্রাহক হিসাব থেকে সরাসরি অর্থ বিয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহককে আর্থিক লেনদেন পরিচালনার সুবিধা প্রদান করে।
ক্রেডিট কার্ড এক প্রকারের পেমেন্ট কার্ড যার মাধ্যমে উক্ত কার্ডের মালিক পরবর্তীতে নিদিষ্ট তারিখে সমন্বয়যোগ্য ঋণের ভিত্তিতে বর্তমানে লেনদেন পরিচালনা করতে পারেন।
এছাড়া, প্রিপেইড কার্ড নামে আরও এক ধরণের পেমেন্ট কার্ড পাওয়া যায়। নির্দিষ্ট পরিমাণ অর্থ জমাকরণের বিপরীতে এ কার্ড ইস্যু করা হয়। এই জাতীয় কার্ড গ্রহণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে গ্রাহকের হিসাব থাকার প্রয়োজন নেই।