Financial Inclusion Department

Site Map |

ব্যাংক হিসাব বন্ধ করা

 

কোনো গ্রাহক তার ব্যাংক হিসাবটি আর পরিচালনা করতে না চাইলে তা বন্ধ করতে পারবেন। ব্যাংক হিসাব বন্ধের লক্ষ্যে তাকে কয়েকটি বিষয়  খেয়াল রাখতে হবেঃ

১. ব্যাংক হিসাব বন্ধ করার জন্য সাধারণত ব্যাংকের যে শাখায় হিসাব খোলা হয়েছে সে শাখার ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন প্রদান অথবা উক্ত শাখার নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ব্যাংক হিসাব বন্ধ করা যায়।

২. হিসাব বন্ধের সময় ব্যাংক প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় চার্জ ও সরকার কর্তৃক আরোপিত কর কর্তনপূর্বক হিসাবের স্থিতি (যদি থাকে) গ্রাহককে প্রদান করে।

৩. ব্যাংক হিসাব বন্ধের জন্য প্রযোজ্য চার্জ ঐ ব্যাংকের সিডিউল অব চার্জেস নামক তালিকায় উল্লেখ করা থাকে।

৪. এছাড়া, হিসাব বন্ধের আবেদন/ফরম এর সাথে অব্যবহৃত চেক বই/চেকের পাতা, ডেবিট কার্ড ও অন্যান্য দলিলপত্রাদি ব্যাংক কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করতে হয়।