Financial Inclusion Department

Site Map |

মেয়াদি আমানত হিসাব (টার্ম ডিপোজিট/ডিপিএস/এফডিআর)

 

১. মেয়াদি আমানত (টার্ম ডিপোজিট) হিসাব সাধারণত একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত টাকা জমা রাখার জন্য খোলা হয়;

২. যেহেতু সুনির্দিষ্ট সময়কালের জন্য টাকা জমা রাখা হয়, সেহেতু এই আমানত থেকে সঞ্চয়ী আমানতের তুলনায় বেশি সুদ/মুনাফা অর্জন করা যায়;

৩. তবে এ হিসাব চলতি বা সঞ্চয়ী হিসাবের মত ব্যবহার করা না গেলেও মেয়াদপূর্তির আগে জরুরী প্রয়োজনে এ হিসাব থেকেও টাকা তোলা যায়, সেক্ষেত্রে সুদ/মুনাফা কিছুটা কম পাওয়া যায়;

৪. ব্যাংক হিসাবধারীকে নির্দিষ্ট সময়ান্তে অথবা এককালীন সুদ/মুনাফা প্রদান করে থাকে এবং  মেয়াদ  শেষে সম্পূর্ণ আমানতের টাকা  ফেরত প্রদান করে;

৫. মেয়াদী আমানত বন্ধক রেখে এর বিপরীতে ঋণ গ্রহণ বা ক্রেডিট কার্ড নেয়া যায়।