Financial Inclusion Department

Site Map |

গ্রাহক সেবাদানকারীর প্রতিষ্ঠানের নির্ধারিত এজেন্ট এর কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি নিয়ে;

নিজে স্মার্টফোন ব্যবহার করে।

·   সরকার হতে ব্যক্তিকে অর্থ প্রদান (জিটুপি);
·   ব্যক্তি হতে সরকারকে অর্থ প্রেরণ (পিটুজি);
·   মার্চেন্ট পেমেন্ট;
·   বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি) প্রদান;
·   স্কুল ফি পরিশোধ;¬¬
·   বৃত্তি/উপবৃত্তি বা ভাতার টাকা গ্রহণ;
·   ব্যবসা হতে ব্যবসায় অর্থ প্রেরণ (বিটুবি);
·   অনলাইন এবং ই-কমার্স পেমেন্ট;
·   ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ বা ব্যাংক হিসাব হতে অর্থ গ্রহণ;
·   বিদেশ হতে প্রেরিত অর্থ (রেমিটেন্স) গ্রহণ;
·   ঋণের অর্থ গ্রহণ ও ঋণ পরিশোধ;
·   ইনস্যুরেন্স এর প্রিমিয়াম পরিশোধ;
·   ক্রেডিট কার্ড এর বিল পরিশোধ;
·   বিক্রেতা/সরবরাহকারীর অর্থ প্রদান ইত্যাদি সেবা প্রদানের জন্য অনুমোদন     প্রাপ্ত।