Financial Inclusion Department

Site Map |

types of MFS

২০২১ সাল পর্যন্ত ০৯ টি ব্যাংক এবং ৩ টি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান (বিকাশ, উপায়, ট্যাপ) বর্তমানে এই সেবা দিয়েছে ।
 

এমএফএস হিসাবের ধরণ নিম্নরূপ:

১। ব্যক্তিক হিসাবঃ

জনসাধারণ তাদের দৈনন্দিন আর্থিক সেবা গ্রহণের জন্য যে হিসাব খুলতে পারেন তা ব্যক্তিক হিসাব নামে পরিচিত। এ হিসাবের মাধ্যমে হিসাবধারী এমএফএস মাধ্যমে প্রদেয় অধিকাংশ সুবিধা ভোগ করতে পারবেন। এ হিসাবের জন্য লেনদেন সীমা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে  দেয় এবং সময়ে সময়ে তা পরিবর্তন করে।

২। মার্চেন্ট হিসাবঃ

ডিজিটাল পদ্ধতিতে (ই-মানির মাধ্যমে) পণ্য বা সেবার মূল্য গ্রহণ করার লক্ষ্যে কোন প্রতিষ্ঠান/ব্যক্তি ব্যবসায়ী/মার্চেন্ট তার ব্যক্তিগত ও ব্যবসা সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করে মার্চেন্ট হিসাব খুলতে পারেন। মার্চেন্ট হিসাব খুলে একজন খুচরা ব্যবসায়ী সহজেই একজন গ্রাহকের কাছ থেকে পণ্যের মূল্য সংগ্রহ করতে পারেন। এর ফলে উভয় পক্ষ নগদ অর্থ বহন ও লেনদেনের ঝুঁকি এড়াতে পারেন।

৩। ব্যক্তিক রিটেইল হিসাবঃ

-        এটি ক্ষুদ্র/অতিক্ষুদ্র পণ্য বা সেবা বিক্রেতাগণের জন্য একটি বিশেষ ধরণের হিসাব।

-        ব্যক্তির এনআইডি এবং ব্যবসার প্রমাণের বিপরীতে এ ধরণের হিসাব খোলার সুযোগ রয়েছে।

-        এ হিসাবের মাধ্যমে খুচরা গ্রাহকের ব্যক্তিক মোবাইল হিসাব হতে ডিজিটাল পদ্ধতিতে পণ্য বা সেবার মূল্য গ্রহণ করা এবং একই হিসাব হতে পাইকারী সরবরাহকারীগণকে ডিজিটাল পদ্ধতিতে মূল্য পরিশোধের সুযোগ রয়েছে।

-        তবে নিয়মিত মার্চেন্ট হিসাবধারীগণ এই ব্যক্তিক রিটেইল হিসাব খুলতে পারবেন না।