Financial Inclusion Department

Site Map |

opening MFS account

মনে রাখতে হবে:
-  একজন ব্যক্তি প্রতিটি MFS সেবাদানকারীর সাথে একটি করে MFS হিসাব খুলতে পারবেন কিন্তু, একই ব্যক্তি একই সেবাদানকারী প্রতিষ্ঠানে একাধিক MFS হিসাব খুলতে পারবেন না।
-  দেশের যে কোন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার চাইতে বেশী বয়সের) নাগরিক এই একাউন্ট খুলতে পারবেন।
-  MFS হিসাবে লেনদেনের জন্য স্মার্ট ফোন ব্যবহারের আবশ্যকতা নেই। সাধারণ মোবাইল (ফিচার) ফোনেও এই সেবা পাওয়া যায়।

MFS হিসাব খোলা
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (MFS হিসাব):
-  রেজিস্টার্ড মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে হিসাব খোলা হয় সেটিই MFS হিসাব। এ ধরণের হিসাবে গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা থাকে। এই সেবার মাধ্যমে নিজের এমএফএস হিসাব এ নগদ টাকা জমা ও উত্তোলন, অর্থ প্রেরণ, ইউটিলিটি বিল পরিশোধ, পণ্য-সেবার মূল্য পরিশোধ ইত্যাদি করা যায়।
MFS হিসাব খোলা:
-  MFS হিসাব খোলার জন্য যে কোনো অপারেটরের একটি সক্রিয় ও রেজিস্টার্ড সিম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সংশ্লিষ্ট MFS সেবাদানকারীর প্রতিষ্ঠানের নির্ধারিত এজেন্ট এর কাছে  গেলে তিনি একাউন্ট খুলে দিতে পারবেন।
-  এছাড়া, নিজের স্মার্টফোনে মোবাইল এ্যাপ ব্যবহার করে ইলেকট্রনিক উপায়েও এ হিসাব খোলা যায়। সেক্ষেত্রে ক্যামেরাযুক্ত মোবাইল সেট ব্যবহার করে গ্রাহকের ছবি তুলে ও জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে আপলোড করে এবং প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করে তাৎক্ষণিকভাবে এ হিসাব খোলা যায়।